ঈমান
১. ঈমানে মুজমাল :
امنت بالله كما هو
باسمائه وصفاته وقبلت جميع احكامه و اركانه
উচ্চারাণঃ-
আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমায়িহী ওয়া ছিফাতিহী ওয়াক্বাবিলতু জামিয়া আহ্কামিহী ও আরকানিহী।
অর্থঃ-
সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ্ তা'আলার উপর ঈমান আনলাম এবং তাঁর আদেশাবলী ও নিষেধসমূহ মেনে নিলাম।
আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমায়িহী ওয়া ছিফাতিহী ওয়াক্বাবিলতু জামিয়া আহ্কামিহী ও আরকানিহী।
অর্থঃ-
সর্বমহান সুন্দর নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ্ তা'আলার উপর ঈমান আনলাম এবং তাঁর আদেশাবলী ও নিষেধসমূহ মেনে নিলাম।
২. ঈমানে মুফাসসাল :
امنت بالله وملئكته
وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت
উচ্চারণঃ-
আমানতু বিল্লাহি ওয়ামালাইকাতিহী ও কুতুবিহী ওয়া রুসূলিহী ওয়াল ইয়াওমিল আখিরী ওয়াল ক্বাদরী খইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তা'আলা ওয়াল বা'ছি বা'দাল মাউত।
অর্থঃ-
আমানতু বিল্লাহি ওয়ামালাইকাতিহী ও কুতুবিহী ওয়া রুসূলিহী ওয়াল ইয়াওমিল আখিরী ওয়াল ক্বাদরী খইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তা'আলা ওয়াল বা'ছি বা'দাল মাউত।
অর্থঃ-
প্রথমত-আমি ঈমান আনলাম আল্লাহ তা'আলার উপর;
দ্বিতীয়ত-ঈমান আনলাম তাঁর ফেরেশতারগণের উপর;
তৃতীয়ত-ঈমান আনলাম তাঁর কিতাব সমূহের উপর;
চতুর্থত-ঈমান আনলাম তাঁর রাসূলগণের উপর;
পঞ্চমত-ঈমান আনলাম আখিরাতের উপর;
ষষ্ঠত-ঈমান আনলাম তাক্বদীরের উপর;
সপ্তমত-ঈমান আনলাম মৃত্যুর পর পুনরায় জীবিত
হওয়ার উপর।
ভাই ভুল তথ্য দিলেন কেন?
ReplyDeleteআগে নিজে ভাল করে জানুন তার পর অন্যদের জানানোর চেস্টা করুন।
এখানে,
(ওয়া রসূলিহি)
কোথায়?
ভূল ঠিক করেন।
আপনার জ্ঞানের কমতি আছে।
ঠিক বলেছেন ভাই।
Deleteভাইজান, আরবিটা পড়ুন।ওখানে ওয়া রসুলিহি আছে।বাংলায় হয়তো ভুল আসছে
Deleteআপনি আরবি পডতে জানেন্না নাকি, আরবিতো ঠিক আছে। সোজাভাবে বলে দিলেন জ্ঞানের কমতি আছে একজন মানুষকে ।জানোয়ার,, ,,
Deleteআরবিতে ঠিক আছে,, বাংলায় বানান ঠিক করেন,, ওয়ারাসুলহ নাম আসেনাই
Deleteসরি ভাই ইডিট করতে দেরী হয়ে গেলো, ক্ষমাপ্রার্থী। ধন্যবাদ সবাইকে, ভুল সংশোধন করা হয়েছে।
Deleteবাংলায় ভুল আছে
ReplyDeleteজি , ধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Deleteভাই বাংলায় ভুল সংশোধন করুন দয়া করে।
ReplyDeleteRight
Deleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Deleteভুল আছে তা ঠিক করেন
ReplyDeleteভুল ঠিক করেন ভাই
ReplyDeleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Deleteআমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রাসূলিহী ওয়াল্ ইয়াওমিল্ আখিরি ওয়াল্ কাদ্রি খাইরিহী ওয়া শার্ রিহী মিনাল্লাহি তা'আলা ওয়াল বা'ছি বা'দাল মাউত।
ReplyDeleteভাই মাইর থেইকা বাচতে পারলেই চলে😓😓😓🥶🥶🥶🥶😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😰😰😰😰😰😰😰😰😰😰🥶🥶🥶🥶🥶🥶
ReplyDeleteওয়া রুসূলিহী
ReplyDeleteজি ভাই, ধন্যবাদ
Deleteপ্লিজ এগুলো বিজ্ঞজনের কাছথেকে জেনে ঠিক করে দিন।
ReplyDeleteশুকরান ভাই, ঠিক করে দিয়েছি।
Deleteভাই ভুল গুলো সংশোধন করে দিন
ReplyDeleteভাই কিছু ভুল আছে
ReplyDeleteএত করে বলার পরেও কেন ভুলটা সংশোধন করা হল না,আপনারা তো মানুষকে ভুল শিক্ষা দিচ্ছেন,দয়া করে ভুল ঠিক করুন।
ReplyDeleteVery nice blog and informative post. Keep posting and keep updating.
ReplyDelete❤️
For JSC exam preparation, SSC exam preparation & HSC exam preparation. To get exclusive model test with answer....
Visit...
www.OSC24.blogspot.com
Ki vai imane mujmolo oto vul ase
ReplyDeleteVai na janle karon sara de keno online a.ami pry mukhosto kore felsi pore comment dekhe bujhlam.
ReplyDeleteThere is a mistake in bangla translation. Please make it correct.Thank u.
ReplyDeleteঠিক করে লিখবেন কারন
ReplyDeleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Delete