নবী করীম (সা:)এরশাদ করেছেন:
ইসলাম পাঁচটি ভিত্তির উপর স্থাপিত :
কালিমা-নামায-রোজা-হজ্ব-যাকাত )বুখারী ও মুসলিম(
উক্ত হাদীসে রাসূলে আকরাম (সা:) ইসলাম ধর্মের বুনিয়াদ অর্থাৎ ফাউন্ডেশন বা ভিত্তি প্রস্তর হিসাবে পাঁচটি জিনিসকে ঘোষনা করেছেন। তন্মধ্যে প্রথম এবং প্রধান হল কালিমা।
১. কালিমায়ে তাইয়িবাহ্ :
কালিমায়ে তাইয়িবাহ্ শব্দের অর্থ-পবিত্র বাক্য।
لااله الا الله محمد رسول الله
উচ্চারণঃ-
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্
অর্থঃ-
আল্লাহ তাআলা ব্যতিত আর কোন মা'বুদ নেই। হযরত মুহাম্মদ (সা:) আল্লাহর (মহান)রাসূল। এই কালিমার তিনটি কাজ : প্রথমত: মুখে পাঠ করতে হবে, দ্বিতীয়ত: অন্তর দ্বারা কালিমার অর্থ বিশ্বাস করতে হবে, তৃতীয়ত: কালিমানুযায়ী জীবন যাপন করতে হবে।
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্
অর্থঃ-
আল্লাহ তাআলা ব্যতিত আর কোন মা'বুদ নেই। হযরত মুহাম্মদ (সা:) আল্লাহর (মহান)রাসূল। এই কালিমার তিনটি কাজ : প্রথমত: মুখে পাঠ করতে হবে, দ্বিতীয়ত: অন্তর দ্বারা কালিমার অর্থ বিশ্বাস করতে হবে, তৃতীয়ত: কালিমানুযায়ী জীবন যাপন করতে হবে।
২. কালিমায়ে শাহাদাত :
اشهد ان لا اله الا الله وحده لاشريك له واشهد ان محمدا عبده و رسوله
উচ্চারণঃ-
আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থঃ-
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (সা:) আল্লাহ তা'আলার প্রিয় বান্দা ও রাসূল।
আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
অর্থঃ-
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন মা'বুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ (সা:) আল্লাহ তা'আলার প্রিয় বান্দা ও রাসূল।
৩. কালিমায়ে তাওহীদ :
لا اله الا انت وحدا لا ثانى لك محمد رسول الله امام المتقين رسول رب العلمين
উচ্চারণঃ-
লা-ইলাহা ইল্লা আন্তা ওয়াহিদাল্-লা-ছানিয়া-লাকা মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুত্তাক্বিনা রাসুলু রব্বিল আলামিন।
অর্থঃ-
হে আল্লাহ্! তুমি ছাড়া কোন ইলাহ্ নেই, তুমি এক, তোমার কোন দ্বিতীয় স্বত্ত্বা নেই, মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল। ধর্মভীরুদের ইমাম, তিনি জগতের প্রতিপালক প্রভূর মহান দূত।
লা-ইলাহা ইল্লা আন্তা ওয়াহিদাল্-লা-ছানিয়া-লাকা মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুত্তাক্বিনা রাসুলু রব্বিল আলামিন।
অর্থঃ-
হে আল্লাহ্! তুমি ছাড়া কোন ইলাহ্ নেই, তুমি এক, তোমার কোন দ্বিতীয় স্বত্ত্বা নেই, মুহাম্মাদ (সাঃ) আল্লাহর রাসূল। ধর্মভীরুদের ইমাম, তিনি জগতের প্রতিপালক প্রভূর মহান দূত।
৪. কালিমায়ে তামজীদ :
لااله الا انت نورا يهدى الله لنوره من يشاء محمد رسول الله امام المرسلين خاتم النبين
উচ্চারণঃ-
লা-ইলাহা ইল্লা আন্তা নূরাই ইয়াহ্দি আল্লাহু লিনূরিহি মাই-ইয়াশাউ-মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুরছালিনা খাতামুন্ নাবিয়্যিন।
অর্থঃ-
হে আল্লাহ্! তুমি ছাড়া নেই কোন ইলাহ্, তুমি জ্যোতির্ময় আল্লাহ্! তোমার নূর দ্বারা যাকে ইচ্ছা তাকেই সৎপথ প্রদর্শন করেছ। মুহাম্মদ (সঃ) আল্লাহর বার্তাবাহক, সমস্ত রাসূলগণের ইমাম বা নেতা, সর্বশেষ নবী।
লা-ইলাহা ইল্লা আন্তা নূরাই ইয়াহ্দি আল্লাহু লিনূরিহি মাই-ইয়াশাউ-মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুরছালিনা খাতামুন্ নাবিয়্যিন।
অর্থঃ-
হে আল্লাহ্! তুমি ছাড়া নেই কোন ইলাহ্, তুমি জ্যোতির্ময় আল্লাহ্! তোমার নূর দ্বারা যাকে ইচ্ছা তাকেই সৎপথ প্রদর্শন করেছ। মুহাম্মদ (সঃ) আল্লাহর বার্তাবাহক, সমস্ত রাসূলগণের ইমাম বা নেতা, সর্বশেষ নবী।
http://newbdbook.com/
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete২ কালিমায়ে শাহাদাত :
ReplyDeleteআশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু,
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
ধন্যবাদ শ্রদ্ধেহভাজন
Deletemahaba
DeleteThank you so much for the correctio.
Deleteঠিক। আলহামদুলিল্লাহ ।
Deletealhamdulillah
Deleteআলহামদুলিল্লাহ
Deleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Delete3 word missing in second kalima.
ReplyDeletebut what missing
Deleteহুম
Delete৫ম কালেমা
ReplyDelete৫. কালিমায়ে রদ্দে কুফর: আল্লাহুম্মাহ ইন্নী আউযুবিকা মিন্ আন্ উশ্রিকা বিকা শাইআওঁ ওয়া আনা আ’লামু বিহী, ওয়া আস্তাগ্ফিরুকা লিমা আ’লামু বিহী, ওয়ামা লা-আ’লামু বিহী, তুব্তু আন্হু ওয়া তাবাররা’তু মিনাল কুফরি ওয়াশ্ শিরকি ওয়াল মায়াছী কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আমান্তু ওয়া আক্বুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহি।
শুকরিয়া
ReplyDeleteশুকরিয়া
DeleteVulevora
ReplyDeleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
DeleteVulevora
ReplyDeleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Deleteভুল আছে।
ReplyDeleteএই হারামখোর কালেমায়ে শাহাদাত লিখছোস যে হইছে ?? শালা তুই মনে হয় ডান্ডি তা না হলে তুই এখানে কালেমায়ে শাহাদাত ভুল লিখছিস কেন লিখছিস কেন?? এটা তাড়াতাড়ি সম্পাদন কর শালা??
ReplyDeleteকি ভুল লিখেছে ভাই
Deleteসরি
Deleteউনি কোন ভুল লিখেন নাই আসলে ভুলটা আমাদের
সরি
Deleteউনি কোন ভুল লিখেন নাই আসলে ভুলটা আমাদের
আল্লাহ্ সবাইকে সঠিক বুঝার তওফিক দান করুক-আমিন
Deleteভাই আপনি জ্ঞানের অভাবে নিজে করছেন ভুল। অন্যকে গালি দিয়ে ভুল ধরা নিয়ম নয়।
Deleteআস্সালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আরো ভুল থাকলে ধরিয়ে দিন, সংশোধন করে দিব, ইনশা-আল্লাহ।
Deleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Deleteআমি কি একটা প্রশ্ন করতে পারি?
ReplyDeleteকলেমা শাহাদাত ভুল হয়েছে
ReplyDeleteআমরা ছোট বেলা হতে শিখে আসছি যে,(ওয়াহদাহু লা শারিকালাহু) যা এখানে নাই। বিশুদ্ধ মতামত সহ কারনটা জানতে চাই। খুবই ধন্য হব।
ReplyDeleteধন্যবাদ ভাই, কেমন আছেন, জানাবেন, অপেক্ষায় রইলাম। ভুলটি সঠিক করে দিয়েছি। দোয়া চাই। দেরীতে ইডিট করার জন্য ক্ষমা চাইছি।
Deleteগালাগালি করবেন নাহ...
ReplyDeleteএত প্রশ্ন আসলো কোন উত্তর নেই
ReplyDeleteমানুষ নাকি রোব?
সরি ভাই, ব্যস্ত থাকায় সাইটে সময় দিতে পারিনি। তাই অনেক দেরী হয়ে গেল। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteভাই ৫ কালেমা পুর্ণ শিক্ষতে এই সাইটে যেতে পারেন holytune.org
ReplyDeleteধন্যবাদ
Deleteশুকরিয়া
ReplyDeleteশুকরিয়া
Deleteআপনার কালিমা তাওহীদ ও কালিমায়ে তামজীদ জীবনে ১ম দেখলাম
ReplyDeleteহুম আমার ও তেমন মনে হচ্ছে
Deleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Deleteশাহাদাতে ভুল আছে
ReplyDeleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
DeleteEra vul jinis diye manusher iman nosto korar chesta korse.
ReplyDeleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVery nice blog and informative post. Keep posting and keep updating.
ReplyDelete❤️
For jsc, ssc & hsc exam preparation with exclusive model test with answer.
Visit...
www.OSC24.blogspot.com
ধন্যবাদ
Deleteঅসংখ্য ধন্যবাদ
ReplyDeleteশুকরান
Deleteবেকার ভাইদের জন্য : সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা এখানে পাবেন
ReplyDeletewww.alljob24.com
ধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ
Deleteকালেমা শাহাদাতে,, "লা শারিকা লাহু" শব্দটা বাদ পড়েছে,,, সঠিক করে লেখা প্রয়োজন।
ReplyDeleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Deleteধন্যবাদ।
ReplyDeleteশুকরান
Deleteপ্রিয় ভাই; আপনাকে অনেক ধন্যবাদ।
ReplyDeleteশুকরান
Deleteভুল আছে ভাই
ReplyDeleteধন্যবাদ ভাই, ঠিক করে দিয়েছি।
Deleteধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete